1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
‎ঝালকাঠিতে ‘জুলাই শহিদ ও সম্মুখযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা’ অনুষ্ঠিত ‎ ‎ কাউখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপি জামায়াতের বিজয় মিছিল সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, আগে নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করুন: মাসুদ সাইদী ‎ গনঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মঠবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে বিজয় র‍্যালি ও আলোচনা গলাচিপা উপজেলার জুলাই গণ-অভ্যুত্থানে-২৪ এ নিহত শহীদদের প্রতি উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মনু গ্রেফতার নেছারাবাদে প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে ঝুলছে বঙ্গবন্ধুর ছবি, বিএনপি নেতাদের ক্ষোভ কাউখালীর দাশেরকাঠী মোকারমিয়া হেফজ মাদরাসার হাফেজ ছাত্রদের বিদায় ও ছবক বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী-৩ আসনের ভোট কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত গলাচিপায় দেশীয় মাছ রক্ষার্থে বিশেষ অভিযান

উজিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৮ বার পড়া হয়েছে

নাজমুল হক মুন্না উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :

বরিশালের উজিরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত ৯ দফা দাবি বাস্তবায়নে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সারাদেশে থানায় থানায় গণসমাবেশের ধারাবাহিকতায় ৬ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩ টায় উজিরপুর উপজেলা অডিটরিয়ামে এ গনসমাবেশ অনুষ্ঠিত হয়।ইসলামী আন্দোলন বাংলাদেশ উজিরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ শাহ আলমের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আঃ হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র ও যুব বি. সম্পাদক মুফতি এসহাক মুহাম্মদ আবুল খায়ের। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কেন্দ্রীয় বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুফতি মাসউদ হাসান ফিরোজ, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা সাখাওয়াত হুসাইন, বানারীপাড়া সভাপতি মাওঃ সিহাব উদ্দীন, বিশিষ্ট লেখক ও গবেষক মাও. মনযুরুল হক।প্রধান অতিথির বক্তব্যে মুফতি এসহাক মুহাম্মদ আবুল খায়ের বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ ও জাতির ক্রান্তিলগ্নে সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেন। দেশের করোনা ইসুতে লাশ দাফন রোহিঙ্গা ইস্যু বন্যা কবলিত বিভিন্ন ইস্যুতের ত্রাণ তৎপরতা জুলাই আগস্ট এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শুরু থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সকল অঙ্গ সহযোগী সংগঠন বিশেষ ভূমিকা পালন করেন,এতে আন্দোলনে ১৭ জন শাহাদাত বরণ করেন এবং প্রায় ৫ শতাধিক কর্মী আহত অবস্থায় চিকিৎসাধীন এখনো আছেন।গত ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর ইসলামী আন্দোলনের পীর সাহেব চরমোনাই দেশের সার্বিক পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে দেশ সংস্কারের নয় দফা দাবি প্রস্তাব করেন। দাবি আদায়ের মহানগর এবং উপজেলা পর্যায়ে গণসমাবেশের আহ্বান করেন। প্রধান অতিথি তার বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস কে পীর সাহেব চরমোনাই ঘোষিত PR পদ্ধতি নির্বাচন ৯ দফা দাবি বাস্তবায়নের আহ্বান করেন।গণসমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সহসভাপতি মাওলানা মুজাম্মেল হক বালি, উপজেলা জাতীয় ওলামা মাশায়েখ পরিষদ সভাপতি অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম খলিল, শিক্ষক ফোরাম সভাপতি মাওলানা ফজলুল হক, শ্রমিক সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান সজল, যুব আন্দোলন সভাপতি মাওলানা তাওহিদ ইসলাম,ছাত্র আন্দোলন সভাপতি মোঃ ইয়াসিন হাওলাদার, এছাড়া উপস্থিত ছিলেন মুফতি আব্দুল আজিজ, ডিএম আলআমিন, মাওনানা শফিকুল ইসলাম তুহিন, মাওলানা রিয়াজুল ইসলাম, রেজাউল করিম সুমন হাং,মুহা.আরিফুল ইসলাম, মোঃ মাসুদুর রহমান, ইঞ্জিনিয়ার আল আমিন, ডা. মশিউর রহমান, ডেন্টিস ফাইজুল করীম, এবং স্থানীয় ও ইউনিয়ন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓