আল মামুন,গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর গলাচিপা মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় স্থানীয় হাইস্কুল খোলার মাঠে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে গন অধিকার গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে আহবায়ক মো: হাফিজুর রহমানের সভাপতিত্বে এক গন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী – ৩ (গলাচিপা-দশমিনা) এলাকার কৃতি সন্তান গন অধিকার পরিষদের সভাপতি ও ঢাবি সাবেক ভিপি মো: নুরুল হক নূর। বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারন ছাত্র ছাত্রীদের ভালো বাসা পেয়ে ভিপি হয়েছিলাম। এটা আপনাদের গর্ব । ভিপি হওয়ার পর নিজ এলাকায় যখন আসি তখন ফ্যাসিষ্ট সরকারের ছাত্রলীগের সন্ত্রাস বাহিনী দ্বারা নিযার্তিত হই। তাদের বিরুদ্ধে মামলা করিনি কারন মনে করেছি কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায় ? ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে ২৫বার নিযার্তনের শিকার হয়েছি।, গুম খুন ও টাকা পাচার করে শেখ হাসিনা দেশকে পঙ্গু করে দিয়েছে। জনগনের ভোটাধিকার জন্য সংগ্রাম করেছি। জুলাই আগস্টের বিপ্লবে রাজপথে থেকে লড়াই করেছি । নিহত সকলকে শ্রদ্ধা ভরে স্মরন করছি। বিগত ৫০ বছরে যারাই ক্ষমতায় এসেছে তারাই বিরোধী দলকে দমন পিড়ন করেছে। তারা টেন্ডারবাজী চর দখল করেছে আর এসব চলবে না। আমি এ এলাকার সন্তান আমার বাবা একজন খেটে খাওয়া মানুষ। তাই এলাকার মানুষের প্রতি ভালোবাসা অপরিসীম। গন অধিকার পরিষদ সারা দেশে সম্প্রীতি ও সহনশীলতা এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। বিএনপি , জামায়াত ও গন অধিকার পরিষদ ও চরমোনাই সবাই একত্রে চলাফেরা করবেন। কোন সংঘাত চাইনা । সবাইকে মিলেমিশে থাকার আহবান জানিয়ে তার বক্তব্য শেষ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উচ্চতর পরিষদ কেন্দ্রীয় কমিটি মো: শহিদুল ইসলাম, সহ-সভাপতি আবু হানিফ হৃদয়, যুগ্ম সাধারন সম্পাদক রবিউল ইসলাম, আনিসুর রহমান মোল্লা, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক ইউসূফ গাজী, ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক আ: রহিম, সাদ্দাম হোসেন, আরো উপস্থিত ছিলেন নুরুল হক নূর এর বাবা মো: ইদ্রিস হাওলাদার, মো: হাতেম মাস্টার, মো:রেজাউল হাওলাদার, ডা: অনুতোষ দাস প্রমূখ।