নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জ বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারি ইউনিয়ন মুন্সীগঞ্জ জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ তাইজুল ইসলাম বাদশা ও সম্পাদক মোঃ ফারুক ইসলাম মুন্সীগঞ্জ শহরের ধলেশ্বরী নদীর তীরবর্তী বেড়িবাঁধ এলাকায় অবস্থিত সংগঠনটির জেলা কার্যালয়ে এই কমিটি ঘোষণা করা হয়। এতে নৌ-যান শ্রমিক ও কর্মচারিদের নৌপথের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গিকার করে কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ সবুজ শিকদার৷ এতে মুন্সীগঞ্জ জেলায় মোঃ তাইজুল ইসলাম বাদশাকে সভাপতি ও মোঃ ফারুক ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এসময় অন্যান্য ওদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতির মুন্সীগঞ্জ শাখার সাবেক সভাপতি মোঃ ইউনুস মিয়া,সংগঠনটির নবনির্বাচিত সহ-সভাপতি মোঃ বাদশা মিয়া সহ নৌযান শ্রমিক ইউনিয়নের বিভিন্ন শ্রমিক ও নেতাকর্মীরা। পরে বেড়িবাঁধ এলাকায় লাইটারেজ জাহাজ সহ সকল শ্রমিকদের গেজেট অনুয়ায়ী বকেয়া বেতন ও এরিয়া পরিশোধ, নৌ পথের চুরি-ডাকাতি-ছিনতাই-চাঁদাবাজি-সন্ত্রাস, নৌ-শ্রমিকদের বেকারত্ব দূর করণ, চট্টগ্রামগামী লাইটারেজ জাহাজের সিরিয়ালের নামে কথিত ভলান্টিয়ার নামক চাঁদাবাজদের হাত থেকে শ্রমিক হয়রানি বন্ধের দাবিতে সংক্ষিপ্ত সমাবেশ হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারি ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ সবুজ শিকদার। এ সময়ে নবনির্বাচিত সভাপতি বাদশা বলেন, আমরা নদীতে চাঁদা বাজী করতে দিবো না যেখানে চাঁদাবাজী, শ্রমিকদের মারধর করা হবে আপনার তাৎক্ষণিক ইস্তানীয় নৌ পুলিশ ফাঁড়ী থানা পুলিশকে, কোষ্টগার্ডের সহযোগিতা নিবেন আমরা নদীতে নিরাপদ ভাবে চলাচল করতে চাই