1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়া মিথ্যা সংবাদ পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাঙ্গাবালীর নদীভাঙন কবলিত চালিতাবুনিয়া ইউনিয়ন রক্ষার দাবিতে রাজধানীতে মানববন্ধন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পিরোজপুর পৌর শাখার কমিটি গঠন জুলাই গণঅভ্যুত্থান না হলে ২০ বছরেও আওয়ামী ফ্যাসিবাদের পতন হতো না— লেবার পার্টির সমাবেশে ডাঃ ইরান কাউখালীতে সাবেক কারারক্ষীসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎পিরোজপুরে বিএনপির উদ্যোগে রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি অনুষ্ঠিত গজারিয়া নদীতে প্রকাশ্যে চাঁদাবাজি: স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ পিরোজপুর পৌরসভা ১ নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন: আহসান কবির মুন্না সভাপতি, মাহাদী হাসান সম্পাদক নির্বাচিত নেছারাবাদে খাবারে বিষ দিয়ে জেলের ২ গাভী মেরে ফেলার অভিযোগ কাউখালীতে গাঁজাসহ দুই গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

রাঙ্গাবালীতে অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

ফিরোজ রাঙাবালী (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ আবদুল ছাত্তার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির আশ্রয় নিয়ে গোপনে নিজের পছন্দের ব্যক্তিকে এডহক কমিটির সভাপতি করার অভিযোগ উঠেছে।এ কমিটি বাতিলের দাবিতে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেল সাড়ে ৪ টায় ‘আয়োজনে সকল অভিভাবকবৃন্দ’-লেখা সম্বলিত ব্যানারে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। শুরুতে ওই ইউনিয়নের স্লুইস বাজারে কর্মসূচিতে অংশ নেওয়া লোকজন সমবেত হয়ে বিক্ষোভ মিছিল করে। পরে মিছিলটি আবদুল ছাত্তার স্কুল এন্ড কলেজের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। এতে প্রায় পাঁচ শতাধিক লোক অংশ নেন। মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রুহুল আমিনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির নানা অভিযোগ রয়েছে। সেসব অভিযোগ যাতে প্রকাশ্যে না আসে-এজন্য তার পছন্দের লোক হিসেবে পরিচিত জসিম উদ্দিনকে এডহক কমিটির সভাপতি করা হয়েছে। কাউকে না জানিয়ে অনিয়মের আশ্রয় নিয়ে  গোপনে রুহুল আমিন প্রতিষ্ঠানের এডহক কমিটি গঠন করেছে। যা সর্বস্তরের মানুষ প্রত্যাখ্যান করেছে। বক্তাদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে অনিয়মের মাধ্যমে গঠন করা কমিটি অনতিবিলম্বে বাতিল করে নিয়ম মেনে বৈধভাবে কমিটি গঠন করা হোক।অভিযুক্ত চরমোন্তাজ আবদুল ছাত্তার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, ‘সরকারি বিধি-বিধান মোতাবেক এডহক কমিটি সাবমিট করেছি। পরে কমিটি অনুমোদন হয়ে আসছে। এখন নজরুল মুন্সির মনোনীত লোক হতে পারেনি বিধায় এই ক্ষোভ। এই কমিটির ব্যাপারে জেলা প্রশাসক, ইউএনওসহ সংশ্লিষ্ট সকলেই অবগত।মানববন্ধন কর্মসূূচির প্রধান বক্তা নজরুল ইসলাম মুন্সি বলেন, ‘কলেজে বসে করা আনুষ্ঠানিক মিটিংয়ে সর্বস্তরের মানুষের মনোনীত যে সভাপতি প্রার্থী ছিল, তাকে সভাপতি করা হয়নি। অধ্যক্ষ গোপনে নিজের পছন্দের ব্যক্তিকে সভাপতি করেছেন। তাই অবৈধ ওই কমিটি বাতিলের দাবি তুলেছে সব শ্রেণী পেশার মানুষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓