কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
খাদ্যের মান নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে পিরোজপুরের কাউখালী উপজেলার বিভিন্ন স্হানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) সুদীপ্ত দেবনাথ ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার(২৯ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে আচার তৈরি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় উপজেলার বাশুরীর মোঃ জাকির হোসেন নামের এক আচার তৈরির কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় কাউখালী থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় অপরিচ্ছন্ন পরিবেশে আচার তৈরির অপরাধের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ পরিক্ষাগারে খাদ্যের মান পরিক্ষার জন্য উপজেলার বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে খাদ্য ও মসল্লা সংগ্রহ করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।