1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :

রাঙাবালীতে ওএমএস চালের ডিলার আটক

  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

ফিরোজ ফরাজী রাঙ্গাবালী(পটুয়াখালী)প্রতিনিধি ঃ

সুলভ মূল্যের চাল বিক্রিতে অনিয়মের দায়ে পটুয়াখালীর রাঙ্গাবালীর নেতা বাজারের ওএমএস (খোলা বাজারে চাল বিক্রয়) এইচএম মুরাদ উদ্দিন(বিপ্লব তালুকদার)কে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার দুপুরে নৌবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাবালী উপজেলা সদর ইউনিয়নের নেতা বাজারে ওএমএস ডিলার এইচএম মুরাদ উদ্দন(বিপ্লব তালুকদা) এর চাল বিক্রয় কেন্দ্রে অভিযান পরিচালনা করা হয়।নৌবাহিনীর রাঙ্গাবালী কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট মো: মোহসীন কবির মৃধার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।যৌথ বাহিনীর তথ্যমতে, খাদ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা নেতা বাজারের এই ডিলারের মাধ্যমে প্রতি কর্মদিবসে দুই শ’ জন নিম্ন আয়ের মানুষের জন্য ৩০ টাকা কেজি দরে জনপ্রতি পাঁচ কেজি হারে এক মেট্রিকটণ চাল বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দ পাওয়া সিংহভাগ চাল সুবিধাভোগীদের মাঝে বিতরণ না করে বেশি দরে কালোবাজারে বিক্রি করার অনিয়মের সত্যতা পাওয়া যায়।অভিযানকালে কালোবাজারে বিক্রির জন্য ডিলার এইচএম মুরাদ উদ্দিন বিপ্লব এর নেতা বাজারে অভিযুক্ত আসামির অপর একটি গোডাউন থেকে ৫০০ কেজি বা ১/২ টন ওএমএস এর চাউল উদ্ধার করা হয়। এসময় তাকে আটক করা হয়।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান বলেন, চাল বিক্রিতে অনিয়ম করার দায়ে নেতা বাজারের ওএমএস ডিলার এইচএম মুরাদ হোসেন(বিপ্লব তালুকদার) কে আটক করা হয়। তাদের বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় একটি রেগুলার মামলা দায়ের করা হবে। পরবর্তীতে আমরা নিয়মিত মামলা করবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓