1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাহাদুপুর ইউনিয়নের সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সভা মঠবাড়িয়ায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা স্বরূপকাঠিতে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত পিরোজপুরে কলেজে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বাংলাদেশের রাজনীতি উদ্বেগ জনক মাত্রায় ঘোলাটে হয়ে পড়েছে – ইলিয়াস হোসেন মাঝি গজারিয়া ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে বিক্ষোভ, বাতিলের দাবি রাজাপুর প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন, মনির সভাপতি, খলিল সম্পাদক নির্বাচিত ‎পিরোজপুরে ঘরের মধ্যে বৃদ্ধাকে জবাই করে হত্যা পিরোজপুরে বিএনপির আলোচনা সভা ও নবনির্বাচিত পৌর কমিটির সংবর্ধনা কাঠালিয়ায় সৈকতের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে জনতার ঢল

গজারিয়া ইউনিয়ন বিএনপির কমিটি নিয়ে বিক্ষোভ, বাতিলের দাবি

  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪টি ইউনিয়ন শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এই কমিটিকে ‘অবৈধ’ এবং ‘আওয়ামী লীগের দালালদের কমিটি’ আখ্যা দিয়ে দলের একটি অংশ  প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে। অবিলম্বে এই কমিটি বিলুপ্ত করে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন তারা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সভা স্থলে অংশ গ্রহন করেন। গজারিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা নবগঠিত ৪টি ইউনিয়ন বিএনপি কমিটির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং কমিটি বাতিলের জন্য জেলা ও কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান। প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, দলের দুঃসময়ের কর্মীদের মূল্যায়ন না করে সুবিধাবাদী ও আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠজনদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।তারা বলেন, যেখানে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে বিএনপি নেতাকর্মীরা জেল-জুলুমের শিকার হয়েছেন, সেখানে আওয়ামী লীগের দালালদের নিয়ে গঠিত কমিটি আমরা মেনে নিতে পারি না। আগামী ২৪ ঘন্টার মধ্যে কমিটি বাতিল না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম মাসুম, জেলা কৃষক দলের আহবায়ক সিরাজুল ইসলাম পিন্টু,গজারিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন, গজারিয়া যুবদলের সদস্য সচিব নাজির সিকদার, কৃষকদলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন পান্নু,গজারিয়া কলিম উল্লাহ অনার্স কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি নূরুল আমিন সরকার,গজারিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূঁইয়া, আমিনুল ইসলাম উজ্জ্বল,ছাত্রদলের নেতা ইপু প্রধানসহ একাংশ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, সম্প্রতি গজারিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে বালুয়াকান্দি, বাউশিয়া, টেংগারচর ও গজারিয়াসহ ৪টি ইউনিয়নের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর থেকেই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং এরই জেরে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।এবিষয়ে জানতে গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিকুল্লা ফরিদ ও সদস্য সচিব আব্দুর রহমান শফিক এর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓