
অনলাইন ডেস্ক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী -১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে প্রার্থী হচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় মোট ২৩৭ আসনে দলের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।