1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়া দুটি হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি নাশকতা মামলায় ফের গ্রেপ্তার ফুলপুরে ৪৬ টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে  মুন্সিগঞ্জে ১২ বোতল বিদেশী মদসহ আটক ৩ যুবক নেছারাবাদে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা কাউখালীতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত পিরোজপুরে পুত্রবধু কতৃক শাশুড়ী হত্যা মামলার বিচার দাবিতে মানববন্ধন মুন্সিগঞ্জে যুবদল নেতা রানার সহযোগীতায় চাকরি পেলো শারীরিক প্রতিবন্ধী জুলিয়া গজারিয়া বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক মঠবাড়িয়ায় জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর আহবায়ক কমিটি ঘোষণা

উজিরপুরে সংবাদ প্রকাশের জেরে প্রকাশ্যে সাংবাদিককে হত্যার হুমকি যুবলীগ নেতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৩৮৬ বার পড়া হয়েছে

বরিশাল জেলার উজিরপুরে মাদ্রাসা ছাত্রের উপর অতর্কিত হামলার ঘটনায় সংবাদ প্রকাশ হওয়ায় পুলিশের সামনে সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছে বামরাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম মিঠু মোল্লা। এ ঘটনায় দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার উজিরপুর উপজেলা প্রতিনিধি মোঃআসাদুজামান সোহাগ বাদী হয়ে ১৫ জুন উজিরপুর মডেল থানায় জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরী করেন। যার ডায়েরী নং-৭৬১। ভ‚ক্তভোগী ও ডায়েরী সূত্রে জানা যায়,বৃহস্পতিবার বরিশালের দৈনিক আজকের বার্তা, আজকাল, শাহনামা, অনলাইন বরিশাল ক্রাইম নিউজসহ বিভিন্ন পত্রিকার শিরোনামে গভীর রাতে হস্তিশুন্ড গ্রামের মাদ্রাসার ছাত্র আজিম হাসান বেপারীকে মিষ্টির দোকানে ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্যে ওই এলাকার মিষ্টির দোকানদার শহিদুল ইসলাম বেপারী ও তার ভাতিজা বখাটে শাকিল বেপারী মাথায় উপর্যুপরি আঘাত ও শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে রক্তাক্ত জখম করে সংজ্ঞাহীন করে ফেলে। সে ঘটনায় সংবাদ কর্মীরা বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করলে অভিযুক্তদের নিকট আত্মীয় মোঃ সামসুল হক মোল্লার ছেলে বামরাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিঠু মোল্লা ক্ষিপ্ত হয়ে দুপুর সাড়ে ১২টার দিকে সাংবাদিক আসাদুজামান সোহাগ, নাসির শরীফ, মাহফুজুর রহমান মাসুম, রফিকুল ইসলাম মিলে সংবাদ সংগ্রহে ধামুরার উদ্দেশ্যে রওনা হয়ে হস্তিশুন্ড ফাজিল মাদ্রাসার সামনে গেলে সেখানে উজিরপুর মডেল থানা পুলিশের সামনে সাংবাদিক সোহাগকে অশ্লীল ভাষায় গালি গালাজ ও মারধর করার জন্য উদ্যত হয় এবং পরবর্তীতে ওই এলাকায় তথ্য সংগ্রহে গেলে প্রাণে মেরে ফেলে লাশ গুম করার হুমকি দেয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এ ঘটনায় তাৎক্ষণিক ভাবে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ অভিযুক্ত মিঠু মোল্লার বিরুদ্ধে সাধারণ ডায়েরী নেন। এদিকে যুবলীগ নেতার হুমকির ঘটনায় উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মহসিন মিঞা লিটন, সাবেক সভাপতি আঃ রহিম সরদার,যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না, সিনিয়র সাংবাদিক নাসির শরীফসহ সকল সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবী জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান, সংবাদ সংগ্রহে বাধা দেয়া আইন সঙ্গত নয়। জিডির ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓