1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির চেষ্টা, সাবেক পুলিশ ও সেনা সদস্যসহ ৬ জন গ্রেফতার কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা, ১ মোটরসাইকেল জব্দ কাউখালী বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময় প্রবীণ অধিকার ও সুরক্ষা বিষয়ে পট গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পিরোজপুরে অনুষ্ঠিত কুষ্টিয়ার ভেড়ামারায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত গজারিয়া ইত্তেফাকের সংবাদদাতার শ্বশুর গরীব হোসেন সিকদারের ইন্তেকাল কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের নেতা দলীয় পদ থেকে পদত্যাগ মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-কম্বল বিতরণ গজারিয়া নৈশ প্রহরীকে বেঁধে সংঘবদ্ধ ডাকাতি গজারিয়ায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জে চুরি ঘটনার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৫

  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌর এলাকায় চুরির ঘটনার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় ৩ নারীসহ ৫ জন গুরুত্বর আহত হয়েছে।মিরকাদিম পৌর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।স্থানীয় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সদর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।এ ঘটনায় ওসমান গনি বাদী হয়ে মোঃ মিন্টুসহ ৫ জনকে বিবাদী করে সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন।অভিযোগ সুত্রে জানা যায়, ঐ এলাকার মিন্টুসহ তার স্ত্রী মুক্তা বেগম ও আনোয়ার মিয়ার স্ত্রী আলো বেগমের আশ্রয় প্রশ্রয়ে মিন্টু মিয়ার ছেলে তন্ময় ও আলো বেগমের ছেলে আল-আমিন এলাকায় কিশোর গ্যাং তৈরী করে বিভিন্ন চুরি ও ছিনতাই কাজের সাথে জড়িত রয়েছে। চুরি ও ছিনতাইয়ের ঘটনায় আল-আমিন একাধিকবার জেল হাজত খেটে জামিনে আসে। গত সোমবার ওসমান গনি বাড়ীসহ এলাকার বেশ কয়েকটি বাড়ীতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকার লোকজন আল আমিনকে জিজ্ঞাসাবাদ করলে সে বিভিন্ন ধরনের হুমকী ধামকি প্রদর্শন করে। ঐদিন দুপুরে ওসমান গনি ও তার ছোট ভাই ফয়সাল বাড়ী হতে বাজারের উদ্দেশ্যে বের হয়ে নগরকসবা গ্রাম এলাকায় আসলে মিন্টুগং তাদের পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু এবং এলোপাতাড়ি কিলঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে তাদের আহত করে। এসময় মিন্টুগংয়ের হাতে থাকা সুইসগিয়ার দিয়ে পোচ মেরে ওসমান গনি ও ফয়সালকে গুরুত্বর জখম করে। আহতদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। মিন্টুগং পুনরায় ওসমান গনির বাড়ীঘরে হামলা চালিয়ে বাড়ীঘর ভাংচুর করে এবং তার স্ত্রী, ছোট বোন ও মাকে মারধর করে আহত করে।এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ডিউটি অফিসার এসআই রোকসানা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓