1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মনু গ্রেফতার নেছারাবাদে প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে ঝুলছে বঙ্গবন্ধুর ছবি, বিএনপি নেতাদের ক্ষোভ কাউখালীর দাশেরকাঠী মোকারমিয়া হেফজ মাদরাসার হাফেজ ছাত্রদের বিদায় ও ছবক বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী-৩ আসনের ভোট কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত গলাচিপায় দেশীয় মাছ রক্ষার্থে বিশেষ অভিযান গজারিয়া মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত নাজিরপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনমত সমাবেশ নেছারাবাদে গাঁজা সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাজিরপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনমত সমাবেশ ‎পিরোজপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

মুন্সীগঞ্জে এক্সপ্রেসওয়েতে গুলিতে নিহত তরুণীর পরিচয় মিলেছে

  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে গুলিতে নিহত তরুণীর পরিচয় মিলেছে। মোবাইল ফোনের সূত্র ধরে তরুণীর পরিচয় নিশ্চিত করেছে বলে জানিয়েছে পুলিশ।মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির (অপরাধ) জানান, এক্সপ্রেসওয়েতে গুলিতে নিহত তরুণীর নাম সাহিদা বেগম (২৪)। তার বাড়ি ময়মনসিংহে।তিনি আরও জানান, নিহত সাহিদা বেগম রাজধানীর ওয়ারীতে তার ভাইয়ের সঙ্গে থাকতেন। তিনি একটি ডে-কেয়ারে কাজ করতেন।পরিচয় পাওয়ার বিষয়ে ফিরোজ কবির বলেন, ওই তরুণীর পরিচয় ফিঙ্গারপ্রিন্টে শনাক্ত করা যায়নি। তবে মোবাইল ফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। সাহিদার বাড়ি ময়মনসিংহের কোথায় তা এখনও জানা যায়নি। সেটা জানার চেষ্টা চলছে।এর আগে, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় দোগাছি সার্ভিস লেন এলাকায় সড়কে তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় লাশের পাশ থেকে ৫টি গুলির খোসা উদ্ধার করা হয়।পুলিশের ধারণা, গুলি করে ওই তরুণীকে হত্যার পর চলন্ত গাড়ি থেকে মরদেহ এক্সপ্রেসওয়েতে ফেলে রেখে গেছে ঘাতকরা।স্থানীয়রা জানান, শনিবার ভোরে ওই তরুণীকে এক যুবকের সঙ্গে মহাসড়কে হাঁটতে দেখা গেছে। তার এক থেকে দেড় ঘণ্টা পর তরুণীর গুলিবিদ্ধ মরদেহ মহাসড়কে পড়ে থাকতে দেখতে পান পথচারীরা। তবে সঙ্গে থাকা ওই যুবকটিকে স্থানীয়রা চিনতে পারেনি। তার সঙ্গে আরও কেউ ছিল কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি।এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, ওই তরুণীর পিঠ থেকে কোমড় পর্যন্ত অন্তত ৫টি গুলি করা হয়েছে। এর মধ্যে একটি গুলি গলা থেকে মুখের নিচ দিয়ে বের হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓