1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়ায় সড়ক দূর্ঘটনার নিহত ২,শিশু সহ আহত ৩ ঝালকাঠিতে দুদকের গণশুনানি, শতাধিক অভিযোগ নেছারাবাদের নৌকার হাট পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফুলপুর থানা পুলিশের অভিযানে ৪ জুয়াড়ি আটক  পিরোজপুরে ৫ দফা বাস্তবায়নের লক্ষ্যে জেলা জামায়াতের স্মারকলিপি প্রদান কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় দুই জেলের কারাদণ্ড সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকতের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নে যুবদলের উদ্যোগে যুব সমাবেশে অনুষ্ঠিত রাঙ্গাবালীতে ইসলামি আন্দোলনের নির্বাচনী গণসমাবেশ অনুষ্ঠিত কাউখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় জেলের কারাদণ্ড

পবিপ্রবিতে বিজয়-২৪ হলে কৃষিগুচ্ছে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবাগত সংবর্ধনা 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

জান্নাতীন নাঈম জীবন পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিজয়-২৪ হলে কৃষিগুচ্ছে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবাগত সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ৮টায় বিজয়-২৪ হলের ২য় তলার কনফারেন্স কক্ষে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান, বিশেষ অতিথি হিসেবে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহসিন হোসেন খান এবং শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ উপস্থিত ছিলেন।এছাড়াও হলের সহকারী প্রভোস্টবৃন্দ, বিজয়-২৪ হলের বিভিন্ন সেশনের শিক্ষার্থীবৃন্দ এবং নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ বলেন, তোমরা পড়াশোনাকে সর্বোচ্চ প্রাধান্য দিবে এবং যখন তোমাদের খারাপ লাগবে তোমরা শারীরিক শিক্ষা বিভাগের কার্যক্রমে অংশগ্রহণ করবে তাহলে ভালো লাগবে।সভাপতির বক্তব্যে বিজয়-২৪ হলের প্রভোস্ট  অধ্যাপক ড. মোঃ মাসুদুর রহমান বলেন, তোমরা সৌভাগ্যবান বিজয়-২৪ হল পেয়েছো।এই হল জুলাই বিপ্লবের অন্যতম স্মারক।প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান বলেন, আমরা তখনই স্বার্থক হবো, যখন তোমরা ভালো মানুষ হবে এবং তোমাদের  চারিত্রিক মাধুর্য দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓