নাজমুল হক মুন্না উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :
বরিশাল জেলার উজিরপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী টোল প্লাজায় মটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৬ কেজি গাজাসহ দুইজনকে গ্রেফতার করেছে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানায়,রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল দশটায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে বরিশাল গামী বাজাজ কোম্পানির পালসার মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে বরিশাল সদরের ৫ নং ওয়ার্ডের আব্দুল রশিদ মোল্লার পুত্র মোঃ মানিক মোল্লা ৪২ ও তার স্ত্রী পরিচয় দানকারী আলেয়া বেগম ৩৫ কে আট করা হয়।এ সময় তাদের কাছ থেকে ৬ কেজি ওজনের গাঁজা উদ্ধার করা হয় ও তাদের ব্যবহৃত বাজাজ পালসার ১৫০ সিসি মটরসাইকেল জব্দ কর হয়।এ বিষয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এস,আই ইশতিয়াক হোসেন বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাফর আহমেদ জানান, আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।