নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোহাম্মদ আলী(৪০)নামের এক ব্যক্তি আম গাছের সাথে গলায় রসি দিয়ে ফাস লাগিয়ে আত্নহত্যা করেছে।সোমবার (১ এপ্রিল) দিবাগত হতে ২ এপ্রিল ভোরে কোন একসময় উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান বাজার কাঠপট্টি এলাকায় খোকন হাওলাদারের বাড়ীর রাস্তার পাশ্বের আম গাছের সাথে এঘটনা ঘটে।নিহত মোহাম্মদ আলী শ্রীনগর উপজেলার বালাশুর জগন্নাথ পট্টি এলাকার মৃত আমির আলির ছেলে।সে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান বাজার কাঠপট্টি এলাকায় খোকন হাওলাদারের বাড়ীতে স্ত্রী ও দুই পুত্র সন্তান নিয়ে ভাড়া থেকে দীর্ঘদিন যাবত দিন মজুরের কাজ করে আসছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।এবিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম সুমন জানান,খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করি।লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।