1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন গজারিয়া শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ঝালকাঠির নেছারাবাদে সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে তীব্র নিন্দা গজারিয়া গ্রামবাসীকে গুলি করে পালিয়ে গেল পাঁচ ডাকাত অস্ত্রসহ আটক ১ মতলব উত্তর অনলাইন প্রেসক্লাবের কমিটি ঘোষণা গজারিয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গজারিয়া আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগ, নারীসহ আটক ৫ ফুলপুর- তারাকান্দা  বিএনপির মনোনীত প্রার্থীর স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় গজারিয়া নদীতে ভেসে উঠলো অজ্ঞাত যুবকের গলায় রশি বাঁধা মরদেহ চট্টগ্রাম বন্দর অর্থনীতির লাইফ লাইন – ইলিয়াস হোসেন মাঝি

করোনায় আরও ২৪ জনের প্রাণহানি, আক্রান্ত ১৫৪৫

  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৪০৯ বার পড়া হয়েছে
ফাইল ছবি

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২৪ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৯ জন ও নারী ৫ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৭২৩ জনে।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১০টি পরীক্ষাগারে ১৪ হাজার ৯১টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৫৪৫ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৯৩ হাজার ১৩১ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ছয় হাজার ৪১১টি।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭০৪ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৯ হাজার ৪৪৫ জনে।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৯৭ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৮২ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৮ দশমিক ৫৬শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ। এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ৪০৪ জন (৭৬ দশমিক ৯৫ শতাংশ) ও নারী এক হাজার ৩১৯ জন (২৩ দশমিক ৫ শতাংশ)।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৪ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দুজন, পঞ্চাশোর্ধ্ব আটজন এবং ষাটোর্ধ্ব ১৩ জন।

বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রামে তিনজন, রাজশাহী দুজন, খুলনা একজন এবং রংপুর বিভাগের একজন রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓