সাতক্ষীরা প্রতিনিধি :’অন্যের সংবাদ “কপি পেস্ট” করে কোনদিন ভালো সংবাদকর্মী হওয়া যায় না। সুন্দরবন সংলগ্ন হওয়ায় সাতক্ষীরা সাংবাদিকদের জন্য আদর্শ জায়গা। হলুদ সাংবাদিকতা বন্ধে মূলধারার সাংবাদিকদের একজোট হতে হবে’। বৃহস্পতিবার (৮ জুন) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব মন্তব্য করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সাবেক বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম।”সংবাদপত্র ও সাংবাদিকতার মান সংরক্ষণে সাংবাদিকতার নীতি ও নৈতিকতা এবং সাংবাদিকতার আচরনবিধি পালন” শীর্ষক এক সেমিনার ও মতবিনিময় সভার উদ্বোধন করেন মোঃ নিজামুল হক নাসিম। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির। সেমিনারে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ড. উৎপল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম সহ সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন- শুধু নেতিবাচক খবর নয়, ইতিবাচক খবরও প্রকাশ করতে হবে। হলুদ সাংবাদিকতা বন্ধে সবাইকে একত্রে কাজ করা ছাড়াও সত্য ও নির্ভরযোগ্য তথ্য সরবরাহ করতে হবে।