পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজী সিদ্দিকুর রহমান একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
উপজেলা নির্বাচন অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ইউপি নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী,রবিবার(১৮ জুন)মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে একমাত্র আওয়ামী লীগ সমর্থীত নৌকা প্রতীকের প্রার্থী গাজী সিদ্দিকুর রহমান মনোনয়নপত্র দাখিল করেন।চেয়ারম্যান পদে অন্য কোন প্রার্থী না থাকায় গাজী সিদ্দিকুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন।এছাড়া ওই ইউপিতে সাধারণ সদস্য পদে ৩৯ জন ও সংরক্ষিত আসনে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।ওই ইউনিয়নে আগামী ১৭ জুলাই সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।