আগামী ২৪ জুন কেন্দ্র ঘোষিত বরিশাল বিভাগীয় তারুণ্যর সমাবেশ সফল করার লক্ষ্যে পিরোজপুরের কাউখালীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে যুবদল এ প্রস্তুতি সভার আয়োজন করে। কাউখালী উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আসাদুজ্জামান মামুন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মোঃ মিজানুর রহমান শাহীন, প্রধান বক্তা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম সাঈদ, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ শারিফুল আজম সোহেল সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবদলের সভাপতি মোঃ মিজানুর রহমান শাহীন বলেন,বাংলাদেশের ইতিহাসে কোন রাজনৈতিক দল তারুণ্যর সমাবেশ করতে পারেনি। আগামীদিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের তত্বাবধানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের এই সমাবেশ। তারেক রহমানের নেতৃত্বে চুড়ান্ত আন্দোলনে গণতন্ত্র পুনরুদ্ধারে আমারা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই সমাবেশ সফল করব ইনশাআল্লাহ। প্রধান বক্তা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম সাঈদ বলেন,এই সমাবেশ সফল করতে কাউখালী উপজেলার নেতা-কর্মীদের অতন্দ্র প্রহরীর মত কাজ করতে হবে। উপজেলা এবং ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীদের যতক্ষন সমাবেশ চলবে ততক্ষণ সমাবেশ স্থল ত্যাগ না করার নির্দেশ দেন তিনি।