টাঙ্গাইলের বাসাইল পৌরসভার নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী মো. রাহাত হাসান গামছা প্রতীকে ৪ হাজার ৭৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুর রহিম মিয়া নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬২১ভোট। এছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. এনামুল করিম মিঞা নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৩৫৪ ভোট। বুধবার সন্ধ্যায় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমান এ ফলাফল ঘোষনা করেন।এর আগে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ১০টি কেন্দ্রে ৫৩ টি ভোট কক্ষে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১৮ হাজার ৪৩৭ জন ভোটারের মধ্যে ১৩ হাজার ৭৪৬ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।