নেছারাবাদ উপজেলার ঐতিহ্যবাহী শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহন। কলেজের নিজস্ব ভবনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে তিনজন অভিভাবক সদস্য পদের বিপরীতে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কলেজে ১৮১২ জন ভোটারদের মধ্যে ৭৭৫ জন ভোটার ভোট প্রদান করেন। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মাহমুদুর রহমান খান।
কলেজের অভিভাবক সদস্য নির্বাচনে মো. নাসির উদ্দিন ৫১০ ভোট পেয়ে প্রথম, মো. ওয়াহিদুজ্জামান ৪৯৫ ভোট পেয়ে দ্বিতীয় এবং গোলাম ফারুক ৩৮০ ভোট পেয়ে তৃতীয় অভিভাবক সদস্য পদে নির্বাচিত হয়েছেন।