কুয়াকাটা সমুদ্র সৈকতের চরগঙ্গামতি পয়েন্টে গোসল করতে নেমে নাবিল (১৬) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শুক্রবার(৩০ জুন)বেলা সাড়ে এগারোটার দিকে এঘটনা ঘটে। নিখোঁজ নাবিল পটুয়াখালী জেলার কলাপাড়া পৌর শহরের এতিমখানা এলাকার মৃত বজলুর রহমানের ছেলে।সে ঢাকার একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছরে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছিল।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নাবিল কলাপাড়া উপজেলার চাপলী গ্রামে ঈদে নানা বাড়ি বেড়াতে আসে।সে শুক্রবার সকালে তার দুই মামাতো ভাইকে সাথে নিয়ে কুয়াকাটা সৈকতের চরগঙ্গামতি ঘুরতে যায়।পরে তারা তিন জন সৈকতে গোসল করতে নামে। এসময় নাবিল ভাল সাঁতার না জানায় সে স্রোতের টানে সাগরে ভেসে যায়। এ রিপোর্ট লেখার সময় স্থানীয় জেলে এবং কলাপাড়া ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছিল।কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ ইলিয়াস জানান,তারা নিখোঁজ কিশোরকে উদ্ধারে ইতিমধ্যে অভিযান শুরু করেছেন।কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ বলেন,নিখোঁজ নাবিলকে উদ্ধারে ফায়ার সার্ভিস কর্মীদের সাথে পুলিশ ও স্হানীয়রা অংশ নিয়েছি।