1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়া চিহ্নিত সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া, গুলিবিদ্ধ ৩ ইন্দুরকানীতে সিএনজির ধাক্কায় পান বিক্রেতার মৃত্যু শ্রীপুরে বিএনপির মৌন মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাউখালীতে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় পুলিশ সদস্যকে অব্যাহতি মঠবাড়িয়ায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ছাত্রদল কর্মীর মৃত্যু পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই স্বরণ ও চলচ্চিত্র প্রদর্শনী ‎জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে খুন, ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড ‎ পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশ সফল করার জন্য পিরোজপুরে মিছিল অনুষ্ঠিত

গুয়ারেখা ইউপি উপ নির্বাচনে আচরণ বিধি লংঘনের দায়ে চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

  • প্রকাশিত: রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ৮৫৮ বার পড়া হয়েছে

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার গুয়ারেখা ইউনিয়নের উপ নির্বাচনে নির্বাচনী আচরণ বিধি লংঘনের দায়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গাজী মিজানুর রহমান ও ২ নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী এম এম হাসানুর রহমানকে কারন দর্শানো শোকজ করেছে উপজেলা নির্বাচন কমিশন।নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে,ওই ইউনিয়নের উপ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গাজী মিজানুর রহমান তার কর্মী সমর্থকদের নিয়ে ১ জুলাই শনিবার দুপুর ১ ঘটিকায় ওই ইউনিয়নের চাঁদকাঠি বাজারে এক সভা করেন ওই সভায় তার দুই সমর্থক উস্কানিমূলক, উচ্ছঙ্খল এবং ব্যাক্তিগত চরিত্র হরণ করিয়া বক্তব্য প্রদান করেন।এ বিষয়ে ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৪ জন চেয়ারম্যান প্রার্থী এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ সহ নির্বাচন কমিশনে রিটানিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করলে রিটানিং কর্মকর্তা চেয়ারম্যান প্রার্থী গাজী মিজানুর রহমানকে কারন দর্শিয়ে ওই শোকজ করেন।একই সাথে ওই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী এম এম হাসানুর রহমান একই দিন বেলা ১ টায় ওই ইউনিয়নের তিনগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় সভা করেন। সভায় তিনি প্রতিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে উস্কানিমূলক, উচ্ছঙ্খল এবং ব্যাক্তিগত চরিত্র হরণ করিয়া বক্তব্য প্রদান করেন।এমন একটা ভিডিও ফুটেজ সহ প্রতিদ্বন্দী একজন প্রার্থী তার বিরুদ্ধে রিটানিং কর্মকর্তার নিকট অভিযোগ দিলে রিটানিং কর্মকর্তা তাকেও অনুরূপভাবে শোকজ করেন। এ ব্যাপারে রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার মো.শাহীন শরীফ জানান,নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী একজন চেয়ারম্যান প্রার্থী ও একজন সাধারণ সদস্য প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লংঘনের অভিযোগ পাওয়া গেছে।অভিযুক্ত দুই প্রার্থীর কাছে সময় বেধে দিয়ে কারন দর্শিয়ে শোকজ করা হয়েছে। অভিযোগ যাচাই-বাছাই করে সত্যতা মিললে নিয়মঅনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রসঙ্গত ওই ইউপির চেয়ারম্যান মো.আব্দুর রব সিকদার ও ২নং ওয়ার্ডের সদস্য মো.হান্নান শেখের মৃত্যুতে ওই পদ দুটো শুন্য হয়। নির্বাচনে প্রয়াত চেয়ারম্যান রব সিকদারের জেষ্ঠ্য পুত্রবধু আ.লীগ সমর্থিত প্রার্থী ফারজানা আক্তার সহ ৭ জন প্রার্থী চেয়ারম্যান পদে এবং সাধারণ সদস্য পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓