নড়াইলের লোহাগড়ায় লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মো.পারভেজ কাজী (৫০) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা।সোমবার (৩ জুলাই) সকালে লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত পারভেজ কাজী উপজেলার বয়রা গ্রামের মৃত খোরশেদ কাজীর ছেলে।লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাসির উদ্দিন ঢাকা মেইলকে হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,সোমবার সকালে পারভেজ কাজী লোহাগড়া উপজেলার সারোল বৌবাজার থেকে বাজার করে ভ্যান যোগে বাড়ি ফিরছিলেন। পতিমধ্যে বয়রা গ্রামের নুর মিয়া কাজীর বাড়ির সামনে পৌঁছালে ৭/৮ জন দুর্বৃত্ত ভ্যানের গতি রোধ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে।পরে স্থানীয় লোকজন পারভেজের চিৎকার শুনে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পংগু হাসপাতালে প্রেরণ করেন।এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাসির উদ্দিন বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।