রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ব্যাংকটির নাম হবে অগ্রণী ব্যাংক পিএলসি। বৃহস্পতিবার (৬ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত তৃতীয় বিশেষ সাধারণ সভায় (ইজিএম) নাম পরিবর্তন করে অগ্রণী ব্যাংক লিমিটেডকে অগ্রণী ব্যাংক পিএলসি হিসেবে অনুমোদন প্রদান করা হয়েছে। ফলে এখন থেকে অগ্রণী ব্যাংক পিএলসি নামে কার্যক্রম শুরু করবে। সভায় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত, সরকারের প্রতিনিধি ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব ড. নাহিদ হোসেন সহ পরিচালনা পর্ষদের পরিচালক, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক, অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, কোম্পানী সচিবগন উপস্থিত ছিলেন। সংশোধিত কোম্পানী আইন ২০২০-এ সীমিতদায় কোম্পানী শনাক্তকরণ সংক্রান্ত ১১(ক) ধারা নতুন করে যুক্ত করা হয়েছে। নতুন ধারায় সীমিতদায় পাবলিক কোম্পানীর ক্ষেত্রে নামের শেষে পাবলিক সীমিতদায় কোম্পানী বা পিএলসি লেখা বাধ্যতামূলক করা হয়েছে।