সুইডেনে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ওলামা মাশায়েখ পরিষদ ও সাধারন মুসল্লিরা। শুক্রবার(৭ জুলাই) জুমার নামায শেষে কেন্দ্রীয় জামে মসজিদ চত্তর থেকে ওলামা মাশায়েখ পরিষদের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় জামে মসজিদ চত্তরে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ওলামা মাশায়েখ পরিষদ পৌর শাখার সভাপতি মাওলানা বেলায়েত হোসেন, ওলামা মাশায়েখ পরিষদ পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম সহ নেতৃবৃন্দ ও মুসল্লিরা।
এসময় পিরোজপুরের ধর্মপ্রান মুসল্লিরা সুইডেনে পবিত্র কুরআন অবমাননা করার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মুসল্লিরা সরকারের কাছে বাংলাদেশ থেকে সুইডেনের পন্য বর্জনের দাবী জানান তারা।