পটুয়াখালীর কলাপাড়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত আরো ১৫ যাত্রী। সোমবার(১০ জুলাই) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউপির মোহাম্মাদপুর এলাকায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন পটুয়াখালী জেলার লেবুখালী এলাকার মো. দেলোয়ার মিয়ার ছেলে। স্থানীয় ও যাত্রীরা জানান, বেলা ১১টার দিকে আল্লাহর রহমত নামের বাসটি কুয়াকাটা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে সড়কে একটি থ্রী-হুইলারকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে বাসটি খাদায় পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই হেলপাড় মানুনের মৃত্যু হয়। কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান,খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এক জনের মৃত্যুর সংবাদ জানা গেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।