গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত (৩৫) যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুলাই) কালিয়াকৈর কালামপুর খাড়াজোড়া এলাকায় ভোরে এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানাযায়, ভোর সাড়ে চারটার দিকে রাজশাহী টু ঢাকা গামি ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই অজ্ঞাত ব্যক্তি নিহত হয়। তবে তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি। নিহতের মাথাসহ দেহটি চার টুকরোতে পরিবর্তন হয়। নিহতের পড়নে আলখাল্লা ধরনের পোশাক থাকায় প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি মানসিক প্রতিবন্ধী ছিলেন।
কালামপুর এলাকায় ট্রেনের গেইট ম্যান আবুল কালাম আজাদ বলেন, ভোর চারটার দিকে রাজশাহী থেকে ঢাকার দিকে ধুমকেতু এক্সপ্রেস ট্রেন গিয়েছে ধারণা করা হচ্ছে ওই ট্রেনে কাটা পড়ে ওই লোকের মৃত্যু হতে পারে।