নেত্রকোণা-৪(মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য রেবেকা মমিন(৭৫)মারা গেছেন (ইন্না-লিল্লাহি….রাজিউন)। মঙ্গলবার(১১ জুলাই) ভোর ৪টা ৩৫ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারি তোফায়েল আহমেদ। তিনি কিডনি ও শ্বাসকষ্ট জনিত রোগে ভূগছিলেন। রেবেকা মমিন টানা তিনবারের সংসদস্য সদস্য ছিলেন। তিনি বঙ্গবন্ধুর মন্ত্রীপরিষদের খাদ্যমন্ত্রী আব্দুল মমিনের স্ত্রী। তোফায়েল আহমেদ জানান, ঢাকায় ধানমন্ডির বায়তুল আমান মসজিদে প্রথম জানাজা শেষে নেত্রকোণার মোহনগঞ্জ পৌরশহরের নিজ বাড়িতে সন্ধ্যা ৬টায় জানাজার নামাজ হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান তিনি। তার মৃত্যুতে স্থানীয় আওয়ামী লীগের নেতারা শোক জানিয়েছেন।