এতদ্বারা পিরোজপুরের কাউখালী উপজেলার সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মোঃ এনামুল হক সভাপতি কাউখালী প্রেস ক্লাব ও দৈনিক আলোকিত বাংলাদেশ, আজকের পত্রিকা, ভোরের ডাক ও ৭১ টিভির কাউখালী প্রতিনিধি, কাউখালী, পিরোজপুর।ইদানীং দেখা যাচ্ছে যে তার পদপদবী ও পরিচায় ব্যবহার করে বিভিন্ন অফিস, ব্যক্তি ও প্রতিষ্ঠানে কতিপয় অসাধু ব্যক্তি ফোন দিয়ে ভয় ভীতি প্রদর্শন করছে বলে জানাযাচ্ছে। কাউখালী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এনামুল হক 01715090584/01624000802 এই ফোন নম্বর ছাড়া বর্তমানে অন্য কোন ফোন নং ব্যবহার করছেন না। তিনি কোন সংবাদের তথ্যের জন্য উপরোক্ত ফোন নম্বর দিয়েই সব সময় কল দিয়ে তথ্য নিয়ে থাকেন।এই ফোন নম্বর ছাড়া অন্য কোন নম্বর দিয়ে কোন ব্যক্তি যদি সাংবাদিক এনামুল হকের নাম ভাঙ্গিয়ে অথবা সাংবাদিক পরিচয় দিয়ে ভয়-ভীতি দেখিয়ে কোন কিছু জানতে চায় বা টাকার দাবি করে তাহলে তাকে কোন ধরনের সহযোগিতা না করে সরাসরি সাংবাদিক এনামুল হকের ফোন নাম্বারে ফোন দিয়ে কথা বলুন অথবা প্রয়োজনে থানা পুলিশকে অবহিত করুন। সাংবাদিক এনামুল হক ইতিমধ্যে তারা ব্যক্তি গত ফেইসবুক আইডি দিয়ে এবিষয়ে একটি সতর্কীকরণ পোস্ট দিয়েছেন।