সিরাজগঞ্জে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডাক্তার ও কর্মকর্তা কর্মচারীদে সাথে এমপি মুন্নার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৬ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সিরাজগঞ্জ সদর আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও ডাক্তার ফারহা বিনতে রহিমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিব এ মিল্লাত মুন্না এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বি,এম,এ) সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ও সিরাজগঞ্জ স্বার্থরক্ষা কমিটির সভাপতি ডাক্তার জহুরুল হক রাজা, ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল সিরাজগঞ্জ এর তত্বাবধায়ক ডাক্তার রতন কুমার রায়, ডাক্তার তাসিন মোহাম্মদ রেসাদ,ডাক্তার ইফফাত হোসেন, মোঃ ইমাম হাসান,নুরুল ইসলাম মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) সহ সংশ্লিষ্ট বিভাগের ডাক্তার ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী গনের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন,গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে,এ দেশ বিশ্ব দরবারে রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশীয় কমিউনিটি ক্লিনিক আজ জাতিসংঘে স্বীকৃতিপ্রাপ্ত হয়েছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যহত রাখতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকাররে উন্নয়ন বার্তা জনগনের দোরগোড়ায় পৌছে দিতে হবে এবং জননেত্রী শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করতে হবে। অনুষ্ঠানে অন্যান্য বক্তৃগন বলেন, দেশে ডাক্তারদের সুরক্ষা আইন বাস্তবায়ন সহ বেকারত্ব সমস্যা দুরিকরনে স্বাস্থ্য সেবায় সহায়ক এই কমিউনিটি ক্লিনিকের সকল কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখার জন্য সকল (সিএইচসিপি) কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারগন জোরদাবী জানান।