বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের বাইনবুনিয়া গ্রাম থেকে এক কেজি একশ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী পিতা পুত্র গ্রেফতার। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার(১৭ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার পুলিশ উপজেলার বাইনবুনিয়া গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকার মাদক ব্যবসায়ী আঃ গণি মৃধার পুত্র মধু মৃধা (৪৮) ও তার পুত্র মোঃ বেল্লাল (২৩) কে আটক করে এবং এসময় তাদের কাছ থেকে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী পিতা পুত্রকে গ্রেফতার করা হয়েছে।