পিরোজপুরের কাউখালী উপজেলার ৫নং শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন ৯টি ওয়ার্ডে নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে। এ ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সিদ্দিকুর রহমান গাজী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। সোমবার(১৭ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ চলে। পরে গণনা শেষে রাতে ফল ঘোষণা করেন রিটার্নি অফিসার মো. মনিরুজ্জামান সোহাগ হাওলাদার। নির্বাচনে ৯টি সাধারণ সদস্য (মেম্বার) পদে নির্বাচিতরা হলেন- ১নং ওয়ার্ডে নজরুল ইসলাম (৪৮০ ভোট), ২নং ওয়ার্ডে জাহিদুল ইসলাম (৪১০ ভোট), ৩নং ওয়ার্ডে মো. শাহীন হোসেন আকন (৩২৫ ভোট), ৪নং ওয়ার্ডে মেহেদী হাসান প্রতীক (২৮৯ ভোট), ৫নং ওয়ার্ডে মো. মনিরুজ্জামান (৩৩৩ ভোট), ৬নং ওয়ার্ডে মজিবুর রহমান হাওলাদার, (২৮৪ ভোট), ৭নং ওয়ার্ডে কবির হোসেন (৪৪৪ ভোট), ৮নং ওয়ার্ডে মো. আসলাম ফরাজী (৩৬২ ভোট), ৯নং ওয়ার্ডে এনায়েত হোসেন প্রতীক (১৮৪ ভোট)। ইউনিয়নের তিনটি সংরক্ষিত (মহিলা) আসনে নির্বাচিতরা হলেন- ১নং আসনে মহিমা (১, ২ ও ৩নং ওয়ার্ড) ২নং আসনে নাসরিন নাহার (৪, ৬ ও ৬নং ওয়ার্ড), ৩নং আসনে রেখসনা আক্তার (৭, ৮ ও ৯নং ওয়ার্ড)।