কুড়িগ্রামে জেলা আওয়ামী লীগে ও ছাত্রলীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৯ জুলাই) দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের একটি শোভাযাত্রা বের হয়। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একত্রিত হয়ে শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে কলেজ মোড় বিজয়স্তম্ভ চত্বরে শেষ করেন আওয়ামী লীগ। পারে এক পথ সভায় বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পৌর মেয়র কাজিউল ইসলাম, আওয়ামীলীগ নেতা ছানালাল বকসী, সাঈদ হাসান লোবান, ওবায়দুর রহমান প্রমূখ। পরে ছাএলীগের শোভাযাত্রা টি কুড়িগ্রাম সরকারি কলেজে এসে সমাপ্ত করেন। সেখানে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়ন, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ সহ বিভিন্ন নেতা কর্মীরা।
বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহবান জানান বক্তারা।