পিরোজপুরের কাউখালীতে শ্রমিক নেতাদের নামের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে কাউখালী টেম্পু অটোরিক্সা মালিক সমিতি ও শ্রমিকরা। রবিবার(২৩ জুলাই) সকালে কাউখালী উপজেলার সামনের রাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পিরোজপুর জেলা টেক্সি, অটোরিক্সা মালিক সমিতির কাউখালী উপজেলা শাখার সভাপতি আব্দুল মান্নান বাবুল অভিযোগ করে বলেন, সম্প্রতি তার সমিতির সাতটি গাড়ি ব্যাটারি চুরি হয়। বিষয়টি দীর্ঘদিন অনুসন্ধান চালিয়ে চুরি যাওয়া ব্যাটারি গুলো কাউখালী বাস ষ্টান্ড সংলগ্ন সড়কের পাশে থাকা পলাশের ভাঙ্গারি দোকান থেকে থানা পুলিশের সহযোগিতায় অটোরিক্স মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ দোকান ও ঘর থেকে উদ্ধার করে। এ সময় চুরির সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেফতার করে। এসময় মূল আসামি পলাশ ভাঙ্গারি পালিয়ে যায়। ঘটনার দুইদিন পরে আসামিরা জামিনে মুক্তি পেয়ে ভাংগারি ব্যবসায়ি পলাশের মাকে বাদী করে শ্রমিক ইউনিয়নের পাঁচ সদস্যের বিরুদ্ধে পিরোজপুর কোটে চুরি ও ভাঙচুর এর অভিযোগে একটি মামলা দায়ের করেন। কোট মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন। শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা হয়রানি মুলক মামলা প্রত্যাহারের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, টেক্সি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন, ইউপি সদস্য মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন প্রমূখ। বক্তারা এ সময় ভাঙ্গারি পলাশের চোরাই ব্যবসা বন্ধ করার দাবি জানান। নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কাউখালীতে পলাশের ভাঙ্গারির দোকান বন্ধ করতে হবে। চুরি যাওয়া গাড়ি ও মালামাল উদ্ধার করে চোর চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় সব ধরনের অটো গাড়ি চলাচল বন্ধ ঘোষণা করা হবে। এ ব্যাপারে কাউখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া বলেন, অটো মালিক শ্রমিক সমিতির নেতৃবৃন্দের দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।কাউখালীতে কোন অবস্থায় কাউকেই চোরাই ব্যবসা করতে দেওয়া হবে না। তিনি আরো বলেন মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করার সুযোগ দেওয়া হবে না।