ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হওয়ার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার আসামি ঘাতক বাসটির সুপার ভাইজার মো. ফয়সাল ওরফে মিজানকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। বরিশাল র্যাব-৮ এর একটি দল বিশেষ অভিযান চালিয়ে সোমবার (২৪ জুলাই) বিকেলে জেলার রাজাপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে। রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব বিষয়টি গণমাধ্যমকে জানায়। গ্রেপ্তারকৃত মিজান নলছিটি উপজেলার পূর্ব রায়াপুর (বটতলা)গ্রামের মৃত নুরুল ইসলাম হাওলাদারের ছেলে। গ্রেফতারের পর রাতে তাকে ঝালকাঠি সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এখনো ঘাতক বাসের চালক মোহন খান (৪০) এবং চালকের সহকারী (হেলপার) আকাশ ওরফে বুলেট (১৮) পলাতক রয়েছে। উল্লেখ্য গত ২২ জুলাই খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসার স্মৃতি পরিবহন নামে যাত্রীবাহী খাদে পড়ে যায় ৷ এ ঘটনায় ১৭ জন যাত্রী নিহত হয় এবং আহত হয় অন্তত ৩৫ জন৷ এ ঘটনার দুই দিন পর ঝালকাঠি থানার এসআই সুশংকর মল্লিক বাদী হয়ে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯৮ ও ১০৫ ধারায় রোববার রাতে একটি মামলা দায়ের করেন।