1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কাউখালীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত অভিনেতা সাইফ আলীর ওপর হামলাকারী সাজ্জাদের বাড়ি ঝালকাঠি কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন গজারিয়া ৭১ টেলিভিশন মিথ্যে নিউজ প্রচারের বিরুদ্ধে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল ভান্ডারিয়ায় নির্মাণাধীন কালভার্টের গর্তে পড়ে মোটরসাইকেল চালাক নিহত ফুলপুরে যৌথ বাহিনীর অভিযানে ভারতীয় চিনি-জিরাসহ আটক ২ কণ্ঠশিল্পী মনির খানের বাবা মারা গেছেন গজারিয়া বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক ওয়াজ নসিয়ত আমলেই পূর্ণতা আছে -ছারছীনার পীর ছাহেব কাউখালী উপজেলা স্কাউটস এর কমিটি গঠন: ইউএনও স্বজল মোল্লা সভাপতি, সুব্রত কমিশনার

প্রতিদিনের কাগজের প্রতিবেদন পড়ে টোকাইদের পাশে দাঁড়ালেন এক প্রবাসী

  • প্রকাশিত: সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ২৮৪ বার পড়া হয়েছে

দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিবেদন পড়ে হৃদয়ে কেপে উঠে তাই তিনি মনস্থির করে টোকাইদের পাশে দাঁড়ালেন এক প্রবাসী। ২৫ জন টোকাইকে জনপ্রতি প্রায় ৮০০ টাকার খাদ্য সামগ্রী দান করলেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রবাসী। সোমবার (২৪ জুলাই) ময়মনসিংহের ফুলপুর আঞ্জুমান সুপার মার্কেটের নিচ তলায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। চলতি ২০২৩ সনের ১০ জুলাই দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার বাংলাদেশ প্রতিদিনের ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি মোঃ আব্দুল মান্নানের লেখা’টোকাইদের পাশে দাঁড়ান’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে প্রতিবেদনটি মানব দরদী এক প্রবাসীর দৃষ্টিগোচর হলে তিনি ফুলপুরের টোকাইদের পাশে দাঁড়াতে আগ্রহ ব্যক্ত করেন ও টোকাইদের তালিকা তৈরি করতে বলেন। এরপর উপজেলার বিভিন্ন রোডে ঘুরে খবর নিয়ে ২৫ জনের একটি তালিকা তৈরি করা হলে তিনি ২০ হাজার টাকা পাঠান এবং তা দিয়ে চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, রসূন, লবণ কিনে বিতরণ করতে এ প্রতিবেদককে দায়িত্ব দেন। পরে প্রতিবেদক মো. আব্দুল মান্নান ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের সানী ইমাম হাফেজ মাওলানা আশরাফুল আলমকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি ক্রয় কমিটি গঠন করে দেন। এরপর হাফেজ আশরাফুলের নেতৃত্বে শেরপুর রোড মোড়ের বাইতুন নূর জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মাহদী হাসান ও ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসার ১০ম শ্রেণির ছাত্র হাফেজ মুস্তাক্বীম আল মান্নানকে নিয়ে মালামাল ক্রয় করা হয়। টোকাইদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, চর নিয়ামত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসকান্দর হোসেন, এক্স সোলজার ওয়েল ফেয়ার এসোসিয়েশন ফুলপুর শাখার সভাপতি অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোঃ নজরুল ইসলাম, কাউন্সিলর মোশাররফ হোসেন, এসআই সবুজ ও এসআই আরাফাত হোসেন মুন্নার নেতৃত্বে পুলিশের একটি টিম, সিনিয়র সাংবাদিক এটিএম রবিউল করিম রবি, খলিলুর রহমান, আঞ্জুমানে হেমায়েতে ইসলামের সদস্য শাহ মোহাম্মদ আলী, রফিকুল ইসলাম দুলাল, ক্রয় কমিটির সদস্য হাফেজ মাহদী হাসান, হাফেজ মুস্তাক্বীম আল মান্নান, স্বেচ্ছাসেবক হাফেজ আব্দুল হাকিম, ব্যবসায়ী শরীফ প্রমুখ। সংক্ষিপ্ত বক্তব্যে বাসস্ট্যান্ড জামে মসজিদের সানী ইমাম হাফেজ মাওলানা আশরাফুল আলম বলেন, সাংবাদিকদের লেখনীর মাধ্যমে টোকাইসহ সমাজের অসহায়দেরও উপকার হয়। এজন্য সমাজ ও মানব উন্নয়নে এটাকে কাজে লাগাতে পারলে সাংবাদিকতাও হতে পারে নাজাতের উসীলা। এসময় প্রতিবেদক মো. আব্দুল মান্নান নাম প্রকাশে অনিচ্ছুক প্রবাসী ওই ভাইয়ের মত এসব টোকাই, গরিব, অসহায় ও ঋণগ্রস্তদের পাশে দাঁড়াতে এবং এদের জন্য কাঙ্খিত কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকারের পাশাপাশি সমাজের ধনাঢ্য ও বিত্তবানদের প্রতি আহ্বান জানান,তিনি বলেন মানব সেবাই সব থেকে বড় ধর্ম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓