বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তঃ কাবাডি প্রতিযোগিতায় ময়মনসিংহের ফুলপুর উপজেলা দল জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় ইউএনওর উদ্যোগে খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) বিকালে ইউএনও অফিসে তাদেরকে ওই সংবর্ধনা দেওয়া হয়। এসময় তাদেরকে মেডেল পরিয়ে দেওয়া হয় এবং মিষ্টিমুখ করানো হয়। উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান এতে সভাপতিত্ব করেন। এসময় ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সার ডিলার সমিতির সভাপতি গোলাম মোর্তুজা তালুকদার লাল মিয়া, সিনিয়র সাংবাদিক নাজিম উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।