বরিশালের উজিরপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা। সোমবার (৩১ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিষদের হলরুমে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ শহিদুল ইসলাম এর সাথে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, শিক্ষক, ইমাম, পুরোহিত, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এ জামাল হোসেন, উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ শওকত হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এ সময় জেলা প্রশাসক শহিদুল ইসলামের আগমনে উজিরপুর পৌরসভা, উপজেলা প্রশাসন, প্রেসক্লাব,মক্তিযোদ্ধাসহ বিভিন্ন দপ্তর ফুল দিয়ে শূভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।