বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের এক কর্মচারীর বিরুদ্ধে শাশুড়িকে (৭০) ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (৩১ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার বৃদ্ধা বর্তমানে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ওসিসিতে ভর্তি রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শেবাচিম হাসপাতালের ওই কর্মচারীর স্ত্রী ও চার সন্তান নিয়ে কোয়ার্টারে বসবাস করেন। কিছু দিন আগে পারিবারিক বিষয় নিয়ে বিরোধের জেরে স্ত্রীকে মারধর করেন তিনি। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ওসিসির দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফরিদা ইয়াসমিন বলেন, ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী, স্ত্রী হাসপাতালে ভর্তি থাকায় তার ছেলে-মেয়েকে দেখাশোনা করার জন্য বাসায় শাশুড়িকে নিয়ে আসেন শেবাচিমের ওই কর্মচারী। পরে ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়িকে ধর্ষণ করেন তিনি। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এসএম মনিরুজ্জামান বলেন, অভিযোগ প্রমাণিত হলে শেবাচিমের ওই কর্মচারীর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।