পিরোজপুরের কাউখালীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, আর্থিক সহায়তা প্রদান এবং অসচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।মঙ্গলবার (৮ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান, ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু প্রমুখ। বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব জন্মবার্ষিকী উপলক্ষে অসচ্ছল নারীদের মাঝে ছয়টি সেলাই মেশিন ও চারজনকে দুই হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়। পরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত করা হয়।