1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
গজারিয়া আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার গজারিয়া ৫ম শ্রেনির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত পিরোজপুরে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ আনা মামলায় খালাশ তারেক রহমান গজারিয়া প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত গজারিয়া হাটবাজার সরকারি জায়গায় দখল মুক্তে গজারিয়ায় পরিচ্ছন্ন অভিযান পবিপ্রবিতে বরিশাল বিভাগীয় কোর্স ফর রোভার মেট-২০২৪’র উদ্বোধন কাউখালীতে ডে নাইট শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন পবিপ্রবিতে কৃষি গুচ্ছের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু, বাধ্যতামূলক ডোপটেস্ট  কাউখালীতে ট্রলার দূর্ঘটনায় শ্রমিকের মৃত্যু পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযানে ২ মাদক কারবারি গ্রেপ্তার

নাজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে আহত ১৩

  • প্রকাশিত: বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১৭২ বার পড়া হয়েছে

পিরোজপুরের নাজিরপুরে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে কমপক্ষে ১৩ জন আহত হয়েছে বলে উভয় পক্ষের দেয়া তথ্য সূত্রে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৮ আগস্ট) উপজেলার মাটিভাঙ্গা ডিগ্রী কলেজে। এ ঘটনায় আহত ওই কলেজ ছাত্রলীগের সৌরভ খন্দকার (১৮), মো. সবুজ শেখ (১৬) এবং ছাত্রদলের রাকিবুল ইসলাম (১৮), আল শাদিদ ইসলাম সিয়াম (১৮) ও বাদল শিকদার (১৮) এ ৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। তারা সবাই ওই কলেজের প্রথম বর্ষের ছাত্র। আহত ছাত্রলীগ কর্মী সবুজ শেখ জানান, ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে তাদের কলেজের বন্ধু ও ছাত্রলীগ নেতা সবুজ সহ কয়েক বন্ধুকে ওই কলেজ ছাত্রদলের ইয়ার কমিটির সভাপতি মুন্না সহ কয়েকজনে মারধর করে। এ নিয়ে জানতে ছাত্রলীগ কর্মী সবুজ সহ কয়েকজনে সেখানে গেলে তাদেরও মারধর করা হয়। এতে ছাত্রলীগের সৌরভ ও সবুজ সহ ৭-৮ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় মাটিভাঙ্গা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। আহত ছাত্রদল কর্মী রাকিবুল ইসলাম জানান, গত ৩-৪ দিন আগে শ্রেনীকক্ষে বসা নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে ছাত্রলীগের ১৫-২০ কর্মীরা তাদের ডেকে নিয়ে মারধর করে। বিষয়টি নিয়ে কলেজের অধ্যক্ষের কাছে বিচার দিয়ে বের হওয়ার সময় আবারও মারধর করে। এতে তারা সহ ৫ কর্মী আহত হয়েছেন। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. আব্দুস ছালাম জানান, আহতদের কলেজের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সহায়তায় চিকিৎসা দেয়া হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে মিটমাট করে দেয়ার চেষ্টা চলছে। নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓