ময়মনসিংহের ফুলপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানা দিন কুরিয়ার ব্রিজ নামক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় মদসহ একজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক কারবারী হলো, মোঃআশিক রানা( বাবু)। সে গাজীপুর জেলার মাওনা বাচ্চু সরকারের বাড়ির পাশে গ্রামের মোঃ আনছার আলী ও মোছাঃ মাজেদা খাতুনের ছেলে। জানা যায়, ফুলপুর সার্কেল এএসপি মোঃ আতাহারুল ইসলামের দিক নির্দেশনায় ওসি আব্দুল্লাহ আল মামুন এর সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানার এসআই জাহিদ হাসান সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে বুধবার (৯ আগষ্ট) ভোর রাতে ফুলপুর পৌর এলাকার কুরিয়ার ব্রিজ নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক কারবারী মোঃ আশিক রানা (বাবু) আটক করে। সাথে থাকা আরও দুই জন এসময় পুলিশ কে দেখে পালিয়ে যায়। এসময় তার হেফাজতে থাকা দুইটি ব্যাগের ভিতর থেকে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এবিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।