পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মুজিব বর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) ১০৫ ভূমিহীন ও গৃহহীন পরিবারে পেল প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘর। বুধবার (৯ আগষ্ট) সকালে জমির কাগজপত্রসহ গৃহ হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানা। প্রধানমন্ত্রী কর্তৃক ৪র্থ পর্যায়ের ২য় ধাপে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে ভাণ্ডারিয়ায় জাপানী ব্যারাকে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ১২০টি গৃহের মধ্যে ১০৫ টি গৃহ উপকারভোগী পরিবারের নিকট জমির কাগজপত্রসহ গৃহ হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওলাদ হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, পুলিশ পরিদর্শক তদন্ত মো. মনির হোসেন, ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি,সাংবাদিকরা।