স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ আগষ্ট) বিকাল সাড়ে তিন টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মহাসিন কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান, প্রেসক্লাবের সভাপতি এনামুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ১৫ আগষ্ট সকল সরকারি, বেসরকারি অফিস, ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধমিনিত রাখা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ, আলোচনা সভা, শিক্ষার্থীদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালন করার সিদ্ধান্ত হয়।