মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সীমান্তবর্তী এলাকায় জঙ্গি আস্থানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস ছালেক জানিয়েছেন, শনিবার (১২ আগষ্ট) ভোর রাত থেকে উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্তবর্তী পূর্ব টাট্টিউলি গ্রামের টিলায় অবস্থিত এই বাড়ির চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান করছেন। সেখানে ঢাকা থেকে আসা কাউন্টার টেররিজম ইউনিটসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন।