ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া উপজেলার স্থানীয় নেতাকর্মী ও সুধীজনদের সাথে মতবিনিময় করছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব বজলুল হক হারুন এমপি৷ রোববার (১৩ আগষ্ট) সন্ধ্যায় রাজাপুর উপজেলার কানুদাসকাঠি এলাকায় তার নিজ বাস ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহামুদ হাসান রিপনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান, কাঠালিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বদু, রাজাপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ আবুল বাশার বাদশা,রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম খলিফা সহ দুই উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, যুবমহিলা লীগ ও ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতা কর্মীরা ও সুধীজন উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় আলহাজ্ব বজলুল হক হারুন এমপি দুই উপজেলার দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে কাজ করার অহবান জানান।