১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদতবার্ষিকী পালন উপলক্ষে ১ আগস্ট থেকে সকল সরকারি,আধাসরকারি, স্বায়ত্তবশাসিত, স্থানীয় সরকার, শিক্ষা ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভবনে ড্রপডাউন ব্যানার (ভবনের উপর থেকে নিচ পর্যন্ত) লাগানোর ব্যবস্থা গ্রহণের জন্য গত ১৭ জুলাই একটি নির্দেশনা প্রদান করে স্ব স্ব মন্ত্রণালয়। তবে সরকারের এ নির্দেশনা থাকলেও তা বাস্তবায়ন করতে দেখা যায়নি পিরোজপুরের কাউখালী উপজেলার কয়েকটি প্রতিষ্ঠানে। মঙ্গলবার (১৫ আগষ্ট) কাউখালী উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী অধিদপ্তর, বন বিভাগ, পরিসংখ্যান, সমবায়, প্রকল্প বাস্তবায়ন, মৎস্য অফিস, ইউনিয়ন ভুমি অফিস, সদর ইউনিয়ন, যুব উন্নয়ন অধিদপ্তর সোনালী ব্যাংক, অগ্রনী ব্যাংক, পুবালী ব্যাংক, কৃষি ব্যাংক,আই এফআইসি ব্যাংক,ইসলামী ব্যাংকের ( আউটলেট) কাউখালী শাখা, পোষ্ট অফিস, টেলিফোন অফিস, তথ্য কেন্দ্র সহ এনজিওতে দেখা যায়নি ড্রপডাউন ব্যানার। সরকারি নির্দেশনানুযায়ী আগষ্টের প্রথমদিন থেকে ড্রপডাউন ব্যানার লাগানোর কথা থাকলেও মাসের ১৫ দিন পরও লাগানো হয়নি ড্রপডাউন ব্যানার। এছাড়াও সরকার ২১ ফেব্রুয়ারী, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস সহ জাতীয়ভাবে শোক পালনের দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নতুন নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী পতাকা টানানোর দন্ডের চারভাগের একভাগ সমান নিচে নামিয়ে পতাকা বাঁধার নির্দেশনা থাকলেও কাউখালীতে সরকারি, বেসরকারি দপ্তর ও ব্যবসা প্রতিষ্ঠানে আগের নিয়মেই পতাকা উত্তোলন করা হয়েছে। সরকারি নির্দেশনার প্রতি এমন অবজ্ঞা দেখে সচেতন মহলে সমালোচনার ঝড় বইছে। এবিষয়ে উপজেলা প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেনের মুঠোফোনে (০১৯১১০৪০২০৭) ফোন দিলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে লাঞ্চে আছেন একটু পরে কথা বলবেন বলে ফোনটি কেটেদেন।পর তার ফোনে একাধিকবার কলদিলে তা বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানা বলেন, উপজেলা পরিষদের মধ্যে তো টানানো আছে। তার পরেও যেসব প্রতিষ্ঠানে ড্রপডাউন ব্যানার টানানোর নির্দেশনা রয়েছে, তাদের নির্দেশনামতো ড্রপডাউন ব্যানার স্থাপনের জন্য এখনই বলছি।