নামের আগে চিকিৎসক লিখে দীর্ঘদিন রোগী দেখায় দীপেন্দ্রনাথ দিপেন নামের এক পল্লী চিকিৎসককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৬ আগষ্ট) দুপুরের দিকে পিরোজপুরের কাউখালী উপজেলার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্রীজ সংলগ্ন অনিক মেডিকেলে অভিযান চালিয়ে এ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ বায়েজিদুর রহমান জানান, চিকিৎসক না হয়েও র্দীঘদিন রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন পল্লী চিকিৎসক দীপেন্দ্রনাথ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে অনিক মেডিকেল হলে অভিযান পরিচালনা করা হয়। তখন দীপেন্দ্রনাথ নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে এক রোগীকে ব্যবস্হা পত্র দিচ্ছেন। এ সময় তার চিকিৎসা দেয়ার প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চায় ভ্রাম্যমাণ আদালত। কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়ে তার দোষ স্বীকার করলে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আর এ ধরনের কাজ না করারও মুচলেকা দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার দীপ্ত কুন্ডু ও স্বাস্থ্য পরিদর্শক ইলিয়াস উদ্দিন।