জাতীয় শোক দিবস উপলক্ষে উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন যুবলীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী। শুক্রবার (১৮ আগষ্ট) বিকেল ৫ টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ গুঠিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে ব্যাপক আয়োজনে গুঠিয়া বন্দরে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শোক সভায় গুঠিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ জাকির হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শিরাজুল ইসলামের সঞ্চালনায় সন্মানিত অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহি সদস্য মুহম্মদ আনিসুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন, বিশেষ অতিথির বক্তৃতা করেন,গুঠিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সত্তার মোল্লা, সাধারণ সম্পাদক এসএম জামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আওরঙ্গজেব হাওলাদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিন। অন্যান্যর মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী গন এসময় প্রধান অতিথি পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী বলেন,শোককে শক্তিতে পরিনত করে বিএনপি জামায়াতের সহিংস রাজনীতি ও দেশব্যাপী জালাও পোড়াও এবং নৈরাজ্যের বিরুদ্ধে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। কোন অপশক্তিকে ছাড় দেয়া হবেনা। তিনি আরো বলেন সাজাপ্রাপ্ত আসামি তারেক জিয়া ও জোবায়দাকে বাংলাদেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে। এছাড়াও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আওয়ামী লীগের সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে পুনরায় চতুর্থ বারের মত নির্বাচিত করার লক্ষ্যে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।