1. multicare.net@gmail.com : আমাদের পিরোজপুর ২৪ :
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গজারিয়া চিহ্নিত সন্ত্রাসীদের সশস্ত্র মহড়া, গুলিবিদ্ধ ৩ ইন্দুরকানীতে সিএনজির ধাক্কায় পান বিক্রেতার মৃত্যু শ্রীপুরে বিএনপির মৌন মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাউখালীতে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় পুলিশ সদস্যকে অব্যাহতি মঠবাড়িয়ায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ছাত্রদল কর্মীর মৃত্যু পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই স্বরণ ও চলচ্চিত্র প্রদর্শনী ‎জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে খুন, ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড ‎ পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশ সফল করার জন্য পিরোজপুরে মিছিল অনুষ্ঠিত

দলীয় কোন্দলে বিপর্যয় নাজিরপুর উপজেলা বিএনপি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৭ বার পড়া হয়েছে

দলীয় কোন্দলে বিপর্যয় পিরোজপুরের নাজিরপুর উপজেলা বিএনপি ও এর সাংগঠনিক কার্যক্রম। সম্প্রতি দলের উপজেলা কমিটি গঠনকে কেন্দ্র করে দলের ভীতর এ কোন্দল দেখা দিয়েছে। আর এ কোন্দলের জেরে একে অপরকে দায়ী করে সংগঠনের কেন্দ্রীয় কমিটির কাছে বার বার লিখিত অভিযোগ করছেন। জানা গেছে, গত ১১ জানুয়ারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মিজানুর দুলালকে আহবায়ক ও একই কমিটির সাধারন সম্পাদক আবু হাসান খানকে সদস্য সচীব করে ৪০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নতুন ওই কমিটির সদস্য সচীব আবু হাসান খান শাসক দলের বিরুদ্ধে ফেস বুকে লেখায় তথ্য প্রযুক্তি মামলায় গত ৯ মাস ধরে কারাগারে রয়েছেন। এর মধ্যে ওই কমিটি নিয়ে গ্রুপিং প্রকাশ্যে আসে। কমিটিতে কাক্সিখত পদ না পেয়ে জৈষ্ঠ্য যুগ্ম আহবায়ক রেজাউল করিম লিটন দলের ভীতর এমন গ্রুপিং করছেন বলে দলীয় একাধীক সূত্র জানান। দলের এক গ্রুপে রয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক মিজানুর রহমান দুলাল, যুগ্ম আহবায়ক মো. রফিকুল ইসলাম ফরাজী সহ কয়েক যুগ্ম আহবায়ক ও সদস্য এবং অন্য গ্রুপে রয়েছেন জেষ্ঠ্য যুগ্ম আহবায়ক মো. রেজাউল করিম লিটন সহ কয়েক যুগ্ম আহবায়ক ও সদস্য। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম শাফিক জানান, উপজেলা কমিটি গঠনের পর থেকে একটি গ্রুপ তাদের কাক্সিখত পদ না পেয়ে দলের ভিতর গ্রুপিং সৃষ্টি করেছে। এতে দলীয় কর্মকান্ড সহ নেতা-কর্মীরা ক্ষতিগ্রহস্ত হচ্ছে। দলের আহবায়ক মিজানুর রহমান দুলাল দলের সকল নেতা-কর্মীদের প্রতি খুব আন্তরিক হলেও একটি গ্রæপ তার কাছ থেকে বিভিন্ন সহযোগীতা নিয়েও তার বিরুদ্ধাচরন করেন। সংগঠনের অন্য এক যুগ্ম আহবায়ক মো. আসাদুজ্জামান টিপু হাজরা সহ একাধীক নেতারা জানান, উপজেলা কমিটির সাবেক এক শীর্ষ নেতার পরামর্শে কমিটির জেষ্ঠ্য যুগ্ম আহবায়ক রেজাউল করিম লিটন, দলের অন্য যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম বাদল, সদস্য সর্দার সাফায়েত হোসেন শাহীন, সাইফুল ইসলাম লিটন, খায়রুল কবির সহ কয়েকজনে দলের কোন কর্মকান্ডে অংশ নেন না। গত ২ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠা বার্ষিকী ও ৩০ মে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সহ কেন্দ্র ঘোষিত বিভিন্ন কর্মকান্ডে তারা দলের নেতা-কর্মীদের আসতে বাঁধা দেয়া সহ পুলিশের মাধ্যমে নেতা-কর্মীদের হয়রানী করেন। এমন কি রেজাউল করিম লিটন শাসকদলের এক প্রভাবশালী নেতার কাছ থেকে বিভিন্নভাবে অর্থনৈতিক সুবিধা নিচ্ছেন। ওই সব নেতারা আরো বলেন, এর আগে রেজাউল করিম লিটনের বিরুদ্ধে সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনে বানিজ্যের অভিযোগ রয়েছে। এ বিষয়ে দলের জেষ্ঠ্য যুগ্ম আহবায়ক রেজাউল করিম লিটনের সাথে মুঠোফোনে ফোন দিলে তিনি প্রথমে কথা বললেও পরে দলের গ্রুপিংএর বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান। আর অন্যরা তাদের বিরুদ্ধে দেয়া এমন অভিযোগ অস্বীকার করেন। দলের আহবায়ক মো. মিজানুর রহমান দুলাল বলেন, আমি সকলকে নিয়ে দল সুসংগঠিত করতে কাজ করলেও একটি চক্র কমিটি গঠনের পর থেকে নুতন কমিটিকে বিতর্কিত করতে ও দলীয় কর্মকান্ডে বাঁধা সৃস্টি করতে শাসক দলের সহায়তায় বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: 𝐘𝐄𝐋𝐋𝐎𝐖 𝐇𝐎𝐒𝐓